• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জনগণ সরকারের বিদায় চায়: ফখরুল

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৮:০১ পিএম

জনগণ সরকারের বিদায় চায়: ফখরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীনরা পুরো দেশকে কারাগারে পরিণত করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ সরকারকে আর দেখতে চায় না, সবাই সরকারের বিদায় চায়।

মঙ্গলবার (২২ আগস্ট) আইইবি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

আবেগাপ্লুত হয়ে বিএনপি মহাসচিব বলেন, নষ্ট সমাজে বাস করছে মানুষ; প্রতারণার মধ্য দিয়ে রাষ্ট্র চলছে। প্রতারণার মাধ্যমে পুরো দেশকে কারাগারে পরিণত করেছে সরকার।

মির্জা ফখরুল দাবি করেন, ফ্যাসিবাদ জানতে হলে আওয়ামী লীগের শাসন আমল দেখতে হবে। জঙ্গি বলতে বোঝায় আওয়ামী লীগ। তারাই জঙ্গি, তাদের মধ্যেই জঙ্গি আছে। এ দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। কিন্তু যারা ধর্ম পালন করেন, তাদের জঙ্গি বানিয়ে দেয়া হচ্ছে। জঙ্গি নাটক সাজিয়ে ক্ষমতাসীনরা পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় আওয়ামী লীগ ছাড়া কেউ দমন করতে পারবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে খুনি পরিবার বলায় তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি চায় না। সেইসঙ্গে ভয়াল ২১ আগস্টের হামলার ঘটনাকে নিন্দা জানিয়ে ফখরুল বলেন, এটি একটি জঘন্য ঘটনা। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডের পক্ষে না।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাসীনদের রুখে দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণ সরকারকে দেখতে চায় না, সবাই চায় সরকারের বিদায়। বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এর বিকল্প নেই। আন্দোলন চলছে, চলবে। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ