• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে: কামরুল ইসলাম

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৮:২২ পিএম

আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে: কামরুল ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে ম্যাসাকার হয়ে যাবে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এ জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে।

শনিবার (১২ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘তামাক নিয়ন্ত্রণে আইন শক্তিশালীকরণ- জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দম্ভোক্তি করছেন। তারা সরকার পতনের জন্য ষড়যন্ত্র করছেন; গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের যদি পতন ঘটনানো না যায়, তবে দেশ ৫০ বছর কর্তৃত্ববাদী শাসনে থাকবে। কিন্তু আমি বলতে চাই, শেখ হাসিনার শাসন কর্তৃত্ববাদী না। শেখ হাসিনার সরকার জনগণের সরকার।’

সরকার পতনের জন্য মির্জা ফখরুলরা দীর্ঘদিন ধরেই তো আন্দোলন করছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যদি দেশে আবার প্রতিষ্ঠিত না হয়; আবার যদি অশুভ শক্তি, যারা আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, তারা ক্ষমতায় আসলে বাংলাদেশ ম্যাসাকার হয়ে যাবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে।

কামরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। গত ১৫ বছরে বাংলাদেশকে শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গেছেন; বিশ্ব দরবারে বাংলাদেশকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন- উন্নয়ন ও অগ্রগতি সেই ধারা যদি চলমান রাখতে চাই, তবে আগামী দিনে শেখ হাসিনাকেই সরকারে আনতে হবে। কোনো অবস্থাতেই অপশক্তিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারলে দেশের রাজনীতিতে সত্যিকার স্বস্তি ফিরে আসবে না।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ