• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৭:১২ পিএম

শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিলের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, যুগপৎভাবে এই কর্মসূচি পালন হবে। কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।

গণমিছিলের আইনশৃঙ্খলা বাহিনী অনুমতির প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, কোনো অনুমতি প্রয়োজন নেই।

দেশের বন্যা পরিস্থিতি প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সরকার দেশের মেগা উন্নয়ন করছে বলে প্রচার করছে। কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাদের সক্ষমতা নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বা য়ক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ