• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

একজন মানুষের কয়টি জন্মদিন থাকে, জানতে চান কাদের

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০১:৩১ এএম

একজন মানুষের কয়টি জন্মদিন থাকে, জানতে চান কাদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার জন্মদিন ছয়টি হওয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানতে চেয়েছেন, একজন মানুষের কয়টি জন্মদিন থাকে?

মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে ছাত্রী সমাবেশে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, তাদের হাতে সংবিধান নিরাপদ নয়। হত্যাকারীদের বিচার হবে না, এই বিধান রেখে সংবিধান সংশোধন করেছেন জিয়াউর রহমান।

ওবায়দুল কাদের ফখরুলের কাছে জানতে চান: জিয়াউর রহমান পঁচাত্তরের খুনিদের পুরস্কৃত করেছেন কেন?

তিনি বলেন, ‘বিশ্ব রাজনীতিতে আজ যারা মোড়ল, মাতব্বর সেই মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার, গণতন্ত্র এবং খুনের সংখ্যা বাড়ছেই। তারা আমাদের গণতন্ত্রের ছবক দেয়, কিন্তু তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না। তারা ইসরাইলকে থামায় না। এ সময় মানবাধিকার কোথায়?’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ