প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০২:০৬ এএম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রংপুরে সর্ববৃহৎ সমাবেশ হয়েছে। রংপুরের সেই সমাবেশ দেখে বিএনপি চুপসে গেছে।
শনিবার (৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাজপথের রাজনীতি নিয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, রংপুর আর কারো ঘাঁটি নয়, আওয়ামী লীগের ঘাঁটি।
এসময় কিছু মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, রংপুরের সমাবেশ নিয়ে সংবাদ প্রকাশে কয়েকটি মিডিয়ার কষ্ট হয়েছে।
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে অসাধ্যকে সাধন করতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যাবে।
নয়াপল্টনে বিএনপির শুক্রবারের সমাবেশ নিয়ে তিনি বলেন, বিএনপির সমাবেশ দেখে সরকারের একটু কাতুকুতু লেগেছে।
[63775
হাছান মাহমুদ বলেন, সরকারকে ধাক্কা দিতে গিয়ে গয়েশ্বর রায় শুয়ে পড়েছে, আমান অভিনয় করেছে। পরে তারা পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, বিএনপি এখন নতুন নাম ধারণ করেছে, বাংলাদেশ নাশকতা পার্টি।
অ্যামেনিস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি নিয়ে তিনি বলেন, ‘এটি একটি কাগজের টুকরো ছাড়া কিছুই না।’
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/