• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৩ দিনের কর্মসূচি আসছে গণতন্ত্র মঞ্চের

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০২:৩০ এএম

৩ দিনের কর্মসূচি আসছে গণতন্ত্র মঞ্চের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সড়কে তৎপর হচ্ছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) পুরানা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ড. ইউসুফ সেলিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবিতে ৫ আগস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়।

এছাড়া সভায় মঞ্চের প্রতিষ্ঠা এবং সংগ্রামের এক বছর উপলক্ষে আগামী ৮ আগস্ট সমাবেশ ও মিছিল এবং ৯ আগস্ট মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যরা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ