• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপির কোনো সভা বা কর্মসূচিতে বাধা দেয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৭:৩৩ পিএম

বিএনপির কোনো সভা বা কর্মসূচিতে বাধা দেয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির কোনো সভায় বা কোনো কর্মসূচিতে বাধা দেয়া হয়নি। তবে জনদুর্ভোগ সৃষ্টি বা জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকার অগ্নিসংযোগ করে বিএনপির ঘাড়ে চাপাচ্ছে-এমন অভিযোগ হাস্যকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সবসময় তাদের অগ্নিসন্ত্রাস জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে দূরে থাকতে বলে আসছে।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা নেই। তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। আর বিএনপির সমাবেশে সাধারণ মানুষের কী উপকার হয়েছে, এমন প্রশ্নও তুলেন মন্ত্রী।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ