• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করবে মহানগর দক্ষিণ আ.লীগ

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০৩:১২ এএম

বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করবে মহানগর দক্ষিণ আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি রাজপথে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলটি ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণের প্রবেশ মুখে অবস্থান নেবে।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করতে শনিবার ঢাকার প্রবেশমুখে ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুরে অবস্থান নেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সার্বিক বিষয় মনিটরিং করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগও। শনিবার (২৮ জুলাই) সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে দলটি। 

সরকারের পদত্যাগ দাবিতে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলটি এ কর্মসূচি পালন করবে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোও একই দাবিতে অভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

বিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ