• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ০৬:৫৫ পিএম

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (২৬ জুলাই) সকালে রাজধানী গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বৈঠক চলে পৌনে দশটা পর্যন্ত।

দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

এর আগে গত ৬ জুন পিটার হাসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান ও  সরকারের নির্বাচনি ভাবনায় বিএনপির দ্বিমত নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও আগামী নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা তুলে ধরেন পিটার হাস। পরে তারা একসঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ