• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২৭ জুলাই যুবলীগের সমাবেশ হঠাৎ করে আসেনি: মির্জা ফখরুল

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৭:৫২ পিএম

২৭ জুলাই যুবলীগের সমাবেশ হঠাৎ করে আসেনি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সমাবেশের ডাক দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমাবার (২৪ জুলাই) দুপুরে দলের যৌথ সভা শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ২৭ জুলাইয়ের মহাসমাবেশ হঠাৎ করে আসেনি। সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ।

তিনি বলেন, কোন পরিস্থিতি হলে এর দায় সরকারকে নিতে হবে। আশা করি সংঘাতময় পথ পরিহার করবেন।

তিনি বলেন, একতরফা ভাবে ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার বেআইনি ভাবে বাতিল করেছে সরকার।

বাংলাদেশের মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, মানুষ সরকারের পরিবর্তন চায়। শুধু বাংলাদেশ নয়, বিদেশিরাও সুষ্ঠু নির্বাচন চায়।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ