• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির তারুণ্যের সমাবেশ: রাজধানীতে তীব্র যানজট

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৮:০০ পিএম

বিএনপির তারুণ্যের সমাবেশ: রাজধানীতে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত তারুণ্যের সমাবেশে যোগ দিতে আশপাশের মূল সড়কে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ জুলাই) শাহবাগ, হেয়ার রোড, কাকরাইল, মৎস্য ভবন এলাকা ঘুরে দেখা যায়, দুপুর ২টার সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। তারা উদ্যানের আশপাশের মূল সড়কে অবস্থান নেয়ার কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, কাঁটাবন, হেয়ার রোড, কাকরাইল, মৎস্য ভবন, হাইকোর্ট, দোয়েল চত্বরসহ আশপাশের সব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এ ছাড়াও টানা কয়েক দিনে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি, বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচি, বিএনপির পদযাত্রাসহ নানা কর্মসূচিতে রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী।

এর মধ্যে শনিবার ছুটির দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের কারণে সৃষ্ট যানজট নগরবাসীর জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলে জানান পথচারীরা।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ