• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির শোক র‌্যালি আজ

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৭:০১ পিএম

বিএনপির শোক র‌্যালি আজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির পদযাত্রায় নিহত নেতাকর্মীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার নয়াপল্টনে শোক র‌্যালি করবে দলটি।

বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ীতে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘বাংলার মানুষ ক্ষেপে গেছে। তারা আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন চায় না। সারা দেশের মানুষ রাজপথে নেমেছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপি বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি নবীউল্লাহ নবী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ আরও অনেকে।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ