• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আগামী বৃহস্পতিবার রাজধানীতে শোকমিছিল করবে বিএনপি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৩:৩৪ এএম

আগামী বৃহস্পতিবার রাজধানীতে শোকমিছিল করবে বিএনপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচিতে ‘হামলা, গুলি ও হত্যা’র প্রতিবাদে শোকমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোকমিছিল বের হবে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে পদযাত্রা শেষে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে এদিন সকালে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। বিকেল সাড়ে পাঁচটায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গিয়ে শেষ হয় পদযাত্রা।

এর আগে সকালে আব্দুল্লাহপুরে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস বলেন, ছেড়ে দেয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ। আর কাউকে ছাড় দেয়া যাবে না। আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে।

সংবিধানের বাইরে এক চুল নড়ার সুযোগ নেই- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের এমন বক্তব্যের জবাবে আব্বাস বলেন, খুব ভালো কথা কাদের সাহেব। আপনার কথায় স্থির থাকেন। কথা হলো কোন সংবিধান? খায়রুল হকের সংবিধান নাকি বাংলাদেশের সংবিধান। আমরা চাই অখণ্ড সংবিধান, যেটি কাটাছেঁড়া করা হয়নি, সেটির অধীনে আমরা নির্বাচনে যাব। এছাড়া আপনাদের (আওয়ামী লীগ) তৈরি, খায়রুল হকের তৈরি সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব না।

তিনি বলেন,

সব বাধা অতিক্রম করে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আঘাত আসলে পাল্টা আঘাত করা হবে। জীবন দিয়ে হলেও দাবি আদায় করে নেয়া হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সংসদ ভেঙে দাও। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাও। যদি তা না করো তাহলে একদফায় আন্দোলন করে তোমাদের পদত্যাগে বাধ্য করা হবে।

সংবিধানের বাইরে এক চুল নড়ার সুযোগ আছে কি না, তা সময়ই বলে দেবে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের হাতে পোস্টমর্টেম হওয়া খায়রুল হকের তৈরি সংবিধান অনুযায়ী আমরা নির্বাচনে যাব না।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ