• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘বিএনপির এ পদযাত্রার লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা’

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০১:৪০ এএম

‘বিএনপির এ পদযাত্রার লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির পদযাত্রা দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে আর আওয়ামী লীগের অশান্তিপূর্ণ শোভাযাত্রার উদ্দেশ্য দেশটাকে আরও লুটেপুটে খাওয়া।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত বিএনপির পথযাত্রা শেষে সমাপনী সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, বিশ্বে এতো বড় রাজনৈতিক মিছিল, মুক্তির মিছিল কেউ করতে পারে নাই। কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। বিএনপির এ পদযাত্রা আওয়ামী লীগের জন্য শোকযাত্রা। সারাদেশে আমাদের মিছিল হয়েছে শান্তিপূর্ণভাবে। বাংলা কলেজের সামনে আমাদের ওপর হামলা করেছে। আমাদের লোকজন এমন গণধোলাই দিয়েছে পালিয়ে গেছে। যারা গণধোলাই দিয়েছে তাদের ধন্যবাদ। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে যারা বাধা দিবে তাদের এমন হাল হবে।

বিএনপির এ নেতা আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে এ দেশের গণমানুষের অধিকার আদায় করব। যারা এতো বড় মিছিল করতে পেরেছে, তারা এ সরকারের পদত্যাগ ঘটাতে পারবে। আগামীকালের মিছিল আরো বড় হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ১৭ কিলোমিটার হেঁটে রায়সাহেব বাজার এসেছি। পুরো ঢাকায় বিএনপির জনসমুদ্র। হিরো আলমকে কীভাবে আঘাত করেছে সরকার! দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না। শেখ হাসিনা পদত্যাগ করলেই বিএনপি ঘরে ফিরবে। বিএনপির এক দফায় হাসিনার পতন হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহের দিকে যাচ্ছে আর সেসময়ই ঢাকার মেয়র বিদেশে পাড়ি জমিয়েছেন। দেশে ডেঙ্গু হলো হাসপাতালে আর মেয়র পালালেন বিদেশে।

পদযাত্রায় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যবসায়ী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখার সার্টিফিকেট দিয়েছে। কিন্তু এখানে উপস্থিত ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা এটা কখনো চায় না।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি মরতে জানে। তবুও আওয়ামী লীগকে ছাড় দেবে না। বিএনপি জেগেছে। আওয়ামী লীগের পদত্যাগ ছাড়া বিএনপি পিছু হটবে না।

এসময় নেতারা বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির অঙ্গসংগঠনের গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তির দাবি জানান। 

 

বিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ