• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মঙ্গলবার মিরপুর থেকে পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০২:০১ এএম

মঙ্গলবার মিরপুর থেকে পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পাশাপাশি রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টায় মিরপুর-১২ নম্বর থেকে সংগঠনটির পদযাত্রা শুরু হবে।

জোটের পক্ষ থেকে জানানো হয়, পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। ‘অবৈধ’ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের ১ দফা দাবিতে ঢাকাসহ দেশব্যাপী পদযাত্রার অনুষ্ঠিত হবে।

পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখবেন ও পদযাত্রায় অংশ নেবেন গণতন্ত্র মঞ্চের নেতা জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

পদযাত্রা কর্মসূচি সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

 

বিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ