• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাত-বিরাতে বিএনপি-জামায়াত ধরনা দিচ্ছে বিদেশিদের কাছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৭:৪৬ পিএম

রাত-বিরাতে বিএনপি-জামায়াত ধরনা দিচ্ছে বিদেশিদের কাছে: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের কাছে ধরনা না দিয়ে রাত-বিরাতে বিএনপি-জামায়াত বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে।

রোববার (৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ইউনিয়ন পরিষদের মেম্বারদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংসদ (বাইসস)’ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, জনগণের কাছে ধরন না দিয়ে রাত-বিরাতে বিএনপি-জামায়াত বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে তারা। রাজনৈতিক মতবিরোধ থাকলে নিজেদের মধ্যে আলোচনা না করে বিদেশিদের কাছে নিয়ে যাওয়া দেশবিরোধী অপতৎপরতা।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, জনগণকে নিয়ে কোনো মাথাব্যথা নেই তাদের। তাদের চিন্তা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক রহমানের শাস্তি বাতিল আর তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন নিয়ে।

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও জনগণ বর্জন করবে না। জনগণ অংশগ্রহণ করল কি না, সেটিই মুখ্য। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক,’ যোগ করেন তিনি।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ