• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির আন্দোলনের কথা শুনে দেশের জনগণ বিরক্ত: বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০৮:২৯ পিএম

বিএনপির আন্দোলনের কথা শুনে দেশের জনগণ বিরক্ত: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আন্দোলনের নামে বার বার ব্যর্থ হচ্ছে বিএনপি। তাদের কোন সফলতা নেই। এই আন্দোলনে জনগণের কোন সম্পৃক্ততাও নেই। জনগণের সমর্থন না থাকার কারণেই, বিএনপির আন্দোলন ব্যর্থ হচ্ছে।

বুধবার (২৮ জুন) দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে সিটি নিউজ ঢাকাদের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, শীত, গ্রীষ্ম, ঈদ, কোরবানি, পুজা, বৈশাখ মাস, বর্ষাকালের পরে আন্দোলন, এগুলো বিএনপি বলেই যাচ্ছে। গত সাড়ে চার বছরে এই কথাগুলো শুনতে শুনতে দেশের জনগণ বিরক্ত। এর থেকে বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।


আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকুক বিএনপি তা চায় না। নির্বাচনের ভেতর দিয়ে সরকারের পরিবর্তন হোক, জনমত প্রতিফলিত হোক এটাও চায়না বিএনপি। জনগণের ওপর তাদের কোন আস্থা নেই। জনগণ বিএনপিকে ভোট দিবে না সেটা বুঝতে পেরেই নির্বাচন থেকে দূরে থাকার জন্য বাহানা খুঁজছে।

বিএনপি নির্বাচন প্রতিহত করার কথা বলে, বানচালের কথা বলে। এমনকি সরকার উৎখাতের কথাও বলে। এ সবকিছুর মূল হলো নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ানো, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো।


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ