• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঈদের পর লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন গয়েশ্বর

প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৯:০৬ পিএম

ঈদের পর লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের পর থেকে লাগাতার আন্দোলনে যাবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৫ জুন) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তিসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির এ নেতা সরকারের পতন ঘটাতে রাজধানী দখল করার প্রস্তুতি নিতেও নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।


গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনরা আন্দোলন নস্যাৎ করতে গুজব ছড়াচ্ছে৷ তবে সরকার ক্ষমতা না ছাড়া পর্যন্ত রাজপথে তারা কর্মসূচি চালিয়ে যাবে। ঈদের পর থেকে লাগাতার আন্দোলনে যাবে বিএনপি।
  
ঈদের শেষে সবাই ঢাকায় আসার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ঘন ঘন ছোট ছোট সমাবেশ-মিছিল না করে একবারে আন্দোলনে নামেন। এ সরকারকে নামাতে পারলে সব দাবি এমনিতেই পূরণ হবে।


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ