• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার জন্য উপহার পাঠালো চীনা দূতাবাস

প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৭:৫৫ পিএম

খালেদা জিয়ার জন্য উপহার পাঠালো চীনা দূতাবাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।

শুক্রবার (২৩ জুন) বিকেলে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে কয়েকটি প্যাকেটে ফল ও উপহার পৌঁছে দেয়া হয়।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেছেন,
কুরিয়ার সার্ভিসের গাড়িতে করে চীনা দূতাবাস কয়েকটি প্যাকেটে উপহারসামগ্রী পাঠিয়েছে। শুক্রবার হওয়ায় ওই সময় আমরা কেউ ওই কার্যালয়ে ছিলাম না।


তিনি জানান, উপহারসামগ্রীর প্যাকেটের ওপর খালেদা জিয়ার নাম লেখা ছিল। প্যাকেটগুলোর ভেতরে ফল এবং স্ন্যাকস ও বিস্কুট জাতীয় কিছু রয়েছে।


চীনা দূতাবাসের এসব উপহার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ