• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে বিএনপির পদযাত্রা বিকেলে

প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০৫:০২ পিএম

রাজধানীতে বিএনপির পদযাত্রা বিকেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লোডশেডিং, বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে রাজধানীতে ধারাবাহিকভাবে পদযাত্রা করে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে আজ বিকেলে দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে পদযাত্রা হবে।

শুক্রবার (২৩ জুন) জুমার নামাজের পর বাড্ডার শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৩টার দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। সুবাস্তু টাওয়ার সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে শেষ হবে।

এর আগে সুবাস্তু টাওয়ারের সামনে অনুষ্ঠিত বিএনপির পদযাত্রা বা বিক্ষোভ সমাবেশগুলো সড়কে অস্থায়ী মঞ্চে হতে দেখা গেছে। আজও একইভাবে সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে হবে। সমাবেশ শেষে পায়ে হেঁটে বাড্ডা থেকে আবুল হোটেলে পর্যন্ত আসেন নেতাকর্মীরা। যার কারণে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই এলাকায়। 

এর আগে একই দাবিতে ১৩ ও ১৬ জুন দুই মহানগরের পদযাত্রা করে বিএনপি।  

 

বিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ