প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০৮:৩০ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত কিংবা যুক্তরাষ্ট্র নয়, তারা (আওয়ামী লীগ) জনগণের দিকে তাকিয়ে আছেন।
রোববার (১৮ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬-এর পরিচালনা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি বলেন,
তারা (জনগণ) আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। কোনো বিদেশি শক্তি নয়।
বিএনপি কি জানে তাদের দলের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছ এ কথা জানিয়ে কাদের বলেন, বিএনপি ভোটে আসবে না বলে অন্যরা আসবে না এ ধারণা ভুল।
নির্বাচনকে নিয়ে বাজে মন্তব্য (কুত্তা মার্কা নির্বাচন) করায় আবারো তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
কাদের বলেন, সিটি নির্বাচনে ৫০ শতাংশ ভোট কম নয়। বিএনপির মতো বড় দল ভোটে অংশ নেয়নি তবুও সিটি নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে এটাই প্রমাণ করে ভোটে মানুষের আগ্রহ আছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,
আওয়ামী লীগকে পরাজিত করেই বিএনপিকে প্রমাণ করতে হবে সুষ্ঠু নির্বাচন হয়েছে; এছাড়া কোনো পথ নেই।
এডিএস/