• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মেনে নেব: নজরুল ইসলাম

প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৮:১৪ পিএম

নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মেনে নেব: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাহলে বিএনপি মেনে নেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (১৭ জুন) ডিআরইউতে এক অনুষ্ঠানে তিনি বলেন,

অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আলহামদুলিল্লাহ, মেনে নেব।

বিএনপির এ নেতা বলেন, বিএনপি নেতাকর্মীরা অবশ্যই নির্বাচন করতে চায়, তবে তা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে হবে।


তিনি বলেন,
নির্দলীয় সরকারের জন্য লড়াই করছে বিএনপি। যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটবিহীন, জোর করে ক্ষমতায় টিকে আছে। এত লুটপাট, দুর্নীতি করছে সে কারণেই তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। অন্যায় অত্যাচার করা হবে না ক্ষমতা ছাড়লে, তবে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে।

নজরুল ইসলাম বলেন, ভিসানীতি মূলত সুষ্ঠু নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে তাদের জন্য। তবে এটা দেশের জন্য আনন্দদায়ক নয়। এটা অপমানজনক, অসম্মানজনক।


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ