• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি নেতা মোশাররফ

প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৫:৩৫ পিএম

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি নেতা মোশাররফ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় সাড়ে তিনটার দিকে হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খন্দকার মোশাররফের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার জানান, রাতে হঠাৎ অসুস্থবোধ করলে এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়েছে তার বাবাকে। এসময় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে বিএনপির বর্ষীয়ান এই নেতার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ