প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৮:১৬ পিএম
নির্বাচনকে সামনে রেখে সরকার নিজেদের পছন্দ অনুযায়ী প্রশাসন ও পুলিশের বিভিন্ন পদে রদবদল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সরকার নির্বাচন শুরু করে দিয়েছে। পুলিশের রদবদল, প্রশাসনেও রদবদল হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সব সাজিয়ে নিতে চায় তারা। তবে সাধারণ মানুষ তা মেনে নেবে না। বিএনপির কোনো বিকল্প নেই, রাস্তায় নেমে সুনামির মতো এদেরকে ভাসিয়ে দিতে হবে।
মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি সমহাসচিব বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে, বড় বড় বড় কথা বলে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।
এ সময় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে লিখলে পত্রিকার বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হচ্ছে। কারণ আওয়ামী লীগ ভিন্ন মত সহ্য করতে পারে না।
সরকারের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রতিপক্ষ প্রবল, তারা গুম-খুন করতে দ্বিধা করে না। তাই এ সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
জেকেএস/