• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সরকারের হাঁটু কাপছে : মির্জা ফখরুল

প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ১২:৫৬ এএম

সরকারের হাঁটু কাপছে : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিসা নীতিতে ভয় পেয়ে সরকারের হাঁটু কাপছে। ভোটে কারচুপি করতে চাইলে সরকারের রেহাই নাই, এবার রেহাই নাই সরকারের।

বুধবার (১৪ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি চত্বরে বিএনপির তারুণ্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় না। জনগণকে ক্ষমতায় নিতে চায়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সব কিছুকে ভাসিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন,

পরপর দুটি নির্বাচনে ভোট চুরি করে জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। বরিশালে পীরের কাছে হেরে যাবার ভয়ে ইভিএম কারচুপির মাধ্যমে হারিয়ে দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। যে নামেই বলুন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সুশৃঙ্খলভাবে আন্দোলনে সবাইকে শামিল হবার আহ্বান জানিয়ে তিনি বলেন,
সবাইকে এক করতে হবে। মানুষকে ঐক্যবদ্ধ করে তরুণদের সামনে রেখে এ দেশকে আবার স্বাধীন করতে হবে। দাবি আদায় না হলে ফয়সালা রাজপথেই হবে।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ