• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না: জি এম কাদের

প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৮:৪৯ পিএম

এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, বর্তমান সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এ পদ্ধতির পরিবর্তন দরকার।


বিরোধী দলীয় উপনেতা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। তারা প্রত্যাশা করে বাংলাদেশে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করছি। কীভাবে আগামী নির্বাচন করবো সেটা দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’

এরপর শেরপুর জেলা জাতীর পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশ নেন  জি এম কাদের। এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রহুল আমীন হাওলাদার ও জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ছাড়াও দলের জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ