• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করছে: কামরুল

প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০২:১০ এএম

বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করছে: কামরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বিএনপি। তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়।

শুক্রবার (৯ জুন) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী চড়াইল মাঠে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কালিন্দী ইউনিয়ন শাখার কয়েকটি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কামরুল বলেন, বিএনপি আজকে ষড়যন্ত্রের ডালপালা চারদিকে বিস্তৃত করছে। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

‘বিএনপি রাজনীতিকে বিরাজনীতিকরণ করেছে। দেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দিতে চায় বিএনপি। দেশের উন্নয়ন অগ্রগতি তাদের সহ্য হয় না, তাই তারা দেশটাকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।’


আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে উল্লেখ করে এ আওয়ামী লীগ নেতা বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি নির্বাচনে না এলেও যথাসময়ে সংবিধান সম্মতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা বানচালের ক্ষমতা কারো নেই।

কামরুল বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো শক্তি পরাজিত করতে পারবে না। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে তাদের জবাব রাজনৈতিকভাবে দেয়া হবে।

এর আগে কালিন্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করে।


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ