প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৮:২২ পিএম
জিডিপির অনুপাতে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশই ঘাটতি বাজেট দেয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (০৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশেও কিছুটা ঘাটতি বাজেট দেয়া হয়েছে। তবে সেটি অন্যান্য অনেক দেশের তুলনায় শতকরা হারে কম রয়েছে।’
বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আজরাইল সরকারের পেছনে দাঁড়িয়ে আছে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছেন, তাতে আত্মতুষ্টির কিছু নেই। তাদের সঙ্গে কেবল আজরাইল নয় আজরাইলের সঙ্গে শয়তানও রয়েছে।
যারা আগুন সন্ত্রাস চালিয়েছিল, সাম্প্রতিক সময়ে যারা হামলা করেছে তাদের তালিকা করা হচ্ছে। তাদের হুকুমদাতা এবং অর্থদাতাদেরও তালিকা করা হচ্ছে। এখন থেকে প্রয়োজনে নিজেও বাদী হয়ে বিভিন্ন ঘটনায় মামলা করতে প্রস্তুত আছি, বলেন তিনি।
এডিএস/