• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আগামী সংসদ নির্বাচন নিয়ে যা বললেন আওয়ামী লীগ নেতারা

প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৩:২৩ এএম

আগামী সংসদ নির্বাচন নিয়ে যা বললেন আওয়ামী লীগ নেতারা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যারা নির্বাচনে পরিবেশ নষ্টের পাঁয়তারা করছেন তাদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীনদলের নেতারা। শনিবার (০৩ জুন) বিকেলে রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দলের নীতিনির্ধারকরা।

নেতারা বলেন, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বের কারণে অপশক্তিরা সুবিধা করতে পারছে না। তারা বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে লাভ নেই, তিনি এসবের পরোয়া করেন না।

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নতুন উদ্দামে নতুন কার্যালয় থেকে আগামী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে আওয়ামী লীগ।

তিনি বলেন, আমরা আপনাকে কথা দিতে চাই (আওয়ামী লীগ সভাপতি) আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এ ৫টি আসন আপনাকে উপহার দিব।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, যে কোনো মুহূর্তে , যে কোনো বিষয়ে আমরা এ ভবনটাকে ভালোভাবে ব্যবহার করতে পারব।

বাংলাদেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের শীর্ষ নেতারা বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই অপশক্তিরা সুবিধা করতে পারছে না। দেশের উন্নয়ন আর গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ আগামীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় দাবি করে তারা বলেন, যারা অশান্তি করবে তাদের ছাড় দেবে না আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি) বলেন, আজকে যতই ষড়যন্ত্র হোক না কেন, বাংলার মানুষ বিশ্বাস করে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে শেখ হাসিনা আবার দেশকে এগিয়ে নিয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা অশান্তি চাই না; আমরা নির্বাচন শান্তিপূর্ণ চাই। সেজন্য পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চাই। আমরা আক্রমণ করব না, কিন্তু আওয়ামী লীগ আক্রান্ত হলে ছাড় দেয়া হবে না।

আওয়ামী লীগের সবচেয়ে গতিশীল ও বৃহৎ সাংগঠনিক ইউনিট ঢাকা জেলা আওয়ামী লীগ। দীর্ঘদিনেও দলীয় সভা-সমাবেশ আর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ছিল না দলীয় কার্যালয়। এবার রাজধানীর তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয় পেল ঢাকা জেলা আওয়ামী লীগ। এদিন দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ঢাকা জেলার সব থানা উপজেলা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। রং বেরংয়ের পোস্টার ব্যানার সজ্জিত মিছিল নিয়ে অনুষ্ঠানে আসেন দলীয় নেতাকর্মীরা। রাজধানীর আগারগাঁও থেকে তেজগাঁও পর্যন্ত সড়কের দুইপাশে ছিল নেতাকর্মীদের ঢল। এ অনুষ্ঠানে অংশ নেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা। ঢাকা জেলা আওয়ামী লীগের পাশাপাশি অংশ নেন দলের সব্বোর্চ নীতি নির্ধারণী ফোরাম।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ