• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে: কামরুল

প্রকাশিত: মে ৩০, ২০২৩, ১০:২৬ পিএম

দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে: কামরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি) বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। তারা দেশকে পিছিয়ে দিতে চায়। অপশক্তিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে তারা। তাই সবাইকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মঙ্গলবার (৩০ মে) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। অনৈক্যের কারণে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। ঐক্যের বিকল্প নেই।


সবক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে। সরকার উন্নত দেশের স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

এ অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে কামরুল আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে বিএনপি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ