• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
খন্দকার মোশাররফ দাবি করেছেন

হজের জাহাজ প্রমোদতরিতে রূপান্তরের কথা মিথ্যা

প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৩:১১ এএম

হজের জাহাজ প্রমোদতরিতে রূপান্তরের কথা মিথ্যা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজ পালনকারীদের জন্য কেনা জাহাজ হিজবুল বাহার জিয়াউর রহমান প্রমোদতরিতে রূপান্তর করেছেন বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা বানোয়াট ও মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৯ মে) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

মোশাররফ বলেন, সরকার জিয়াউর রহমানকে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে ও  অপপ্রচার চালিয়ে সরকার নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। জিয়ার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে ছোট মনোবৃত্তি প্রকাশ করছে সরকার।

আজকের সরকার হীনমন্যতায় ভুগছেন। তাই সরকার মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। সাময়িকভাবে জিয়ার নাম এয়ারপোর্ট থেকে  মুছে ফেলা যাবে কিন্তু জনগণের মন থেকে কখনও মুছে ফেলা যাবে না, যোগ করেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘কোনো স্বেচ্ছাচারী সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে বিএনপিকে অগ্রণী ভূমিকা করতে হবে।’

 

জেকেএস/

আর্কাইভ