প্রকাশিত: মে ২৮, ২০২৩, ১১:১১ পিএম
বিএনপি বাংলাদেশের বারবার ক্ষতি করেছে, আর তার মেরামত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষতি করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (২৮ মে) বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, কেরানীগঞ্জ এবং খাগড়াছড়িসহ বিভিন্ন স্থানে বিএনপি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে আমাদের ওপর দোষ চাপানোর নাটক করেছে। এসবের মধ্য দিয়ে তারা ভুল বার্তা দিচ্ছে। তাই নেতাকর্মীদের বলবো আপনারা শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করুন। তবে বলতে চাই আমরা আগ বাড়িয়ে কিছু করবো না। তবে কোনো হামলা, হলে ছাড় দেয়া হবে না।
ভিসা নীতি নিয়ে সরকার কোনোভাবে চিন্তিত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামের দলটি বাংলাদেশের ক্ষতি করেছে। আর প্রধানমন্ত্রী তার মেরামত করেছেন। তারা আজ বাংলাদেশের মানুষকে আন্দোলনে টানতে পারেনি। যে কারণে বিদেশিদের সহায়তা চেয়ে নিষেধাজ্ঞা নিয়ে এসেছে। তাদের কারণে অবশেষে এলো ভিসা নীতি। তবে এতে সরকারের কিছুই হয়নি। এতে সরকারের কোনো সংকট নেই, মাথাব্যথাও নেই।
তিনি আরও বলেন, কারণ আমাদের বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। বঙ্গবন্ধুরও প্রভু ছিল না, সেই ধারবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি। বাধা দিয়ে কেউ কিছু করতে পারেননি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন শেখ হাসিনা। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রক্রিয়াতে আছি। আর বাধা দিচ্ছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিপরীত পথে হাঁটছে বিএনপি। তাই ভিসা নীতির কারণে তারাই চাপে রয়েছে। বিএনপির বিশৃঙ্খলা ঠেকাতে আমাদের শান্তি সমাবেশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন পর্যন্ত অব্যাহত থাকবে।
এডিএস/