• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০১:০৫ এএম

আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে)  দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইলে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এসময় মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব’, এ কথা বললে এখন জেলে যেতে হয়। আজকে প্রায় ৯০ হাজার গায়েবী মামলা রয়েছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বিচার বিভাগ, সংবাদপত্র, প্রশাসন যেন স্বাধীনতা পায় সেজন্য রাষ্ট্র মেরামত কর্মসূচি তারেক জিয়া ঘোষণা করেছেন। আপনারা এখন তারেক জিয়াকে নিয়ে যেমন আলোচনা করেন একদিন শেখ মুজিবকে নিয়েও পাকিস্তান আলোচনা করেছে। সেদিন যেমন সব সমালোচনার বিরুদ্ধে লড়াই করে শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছেন তেমনি তারেক জিয়াও একদিন বাংলাদেশে এসে দেশের নেতৃত্ব দেবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদসহ জেলা বিএনপির নেতারা। এর আগে সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ