প্রকাশিত: মে ২৭, ২০২৩, ১১:০১ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনভাবেই ভোট ডাকাত সরকার একা একা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচনে সরকারকে বাধ্য করা হবে। যে নির্বাচনে মানুষ ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারবেন, কেন্দ্রগুলোতে কোন ভয়ভীতি থাকবে না, ঠিকমত ভোট গণনা ও ঘোষণা এই চারটি প্রক্রিয়া নিরপেক্ষ সরকারের মাধ্যমে ঠিক করে তারপরেই এদেশে নির্বাচন হবে।’
শরিবার (২৭ মে) দুপুরে খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির চলমান ১০ দফা দাবিতে ঝালকাঠিতে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
কেন্দ্রীয় নেতা মাহাবুবুল হক নান্নুসহ জেলার নেতারা এতে বক্তব্য দেন। সকাল ১০টায় শুরু হওয়া এ জনসভা শেষ হয় দুপুর ২টায়। বিএনপি ও অঙ্গসংগঠনের দুই হাজার নেতাকর্মী এতে অংশ নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
সাধারণ নেতাকর্মীরা বলেন, মামলা হামলা দিয়ে বিএনপির আন্দোলনকে কোনভাবেই ঠেকানা যাবে না।
এডিএস/