• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কেউ ভিসা দেবে না, বাংলার মাটিতেই থাকতে হবে: মির্জা আব্বাস

প্রকাশিত: মে ২৭, ২০২৩, ১০:৪৩ পিএম

কেউ ভিসা দেবে না, বাংলার মাটিতেই থাকতে হবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তত্ত্বাবধায়ক সরকারে অধীনেই নির্বাচন হবে এবং সরকার দলের লোকদের কেউ ভিসা দেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (২৭ মে) নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কোথাও ভিসা দেয়া হবে না। কোনো সভ্যদেশ আপনাদের যায়গা দেবে না, কোথাও আপনাদের যায়গা হবে না। বাংলার মাটিতেই থাকতে হবে।’


বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের বিচার হবে, শাস্তি হবে। বিএনপির কর্মীদের ঘরে ঘুমাতে দেয়নি সরকার, সব কিছুর বিচার হবে।’
 
এ সময় তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন হবে ও জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে বলে মন্তব্য করেন তিনি।  

সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গোপন চুক্তির মাধ্যমে দেশের বহু এলাকা বিদেশিদের কাছে তুলে দিয়েছে সরকার। বিদেশি আগ্রাসনের পথ করে দিয়েছে তারা। ক্ষমতা থেকে গেলে সব বের হবে। কোনো প্রভু আপনাদের বাঁচাতে পারবে না।’


এডিএস/

আর্কাইভ