• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মনে হয় ঘরে-বাইরে কেউ যেন অনুসরণ করছে: রিজভী

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৭:০৯ পিএম

মনে হয় ঘরে-বাইরে কেউ যেন অনুসরণ করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরো দেশটাই বন্দিশালা মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সবসময় মনে হয় কেউ যেন আমাদের অনুসরণ করছে। আর এটা হচ্ছে দুঃশাসন।’

শুক্রবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ঘরের ভেতরে বা বাইরে যেখানেই থাকি না কেন, মনে হয় কেউ যেন আমাদের অনুসরণ করছে, আমরা যেন কারো নজরদারির মধ্যে আছি।’

তিনি বলেন, ‘এ ধরনের একটি পরিস্থিতির মধ্যে যখন বসবাস করি, তখন গণমাধ্যম একটা আশা ও ভরসার জায়গা। এর মধ্যে কাঁচি দিয়ে সংবিধান অনেক কাটছাঁট করার পরও যতটুকু নাগরিক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা আছে, সেটিও নানা কালাকানুন দিয়ে তাদের নিশ্বাস বন্ধ করা হচ্ছে।’
 


‘এখন সরকারি বাহিনী ফোন করে বলে কোন সংবাদটি যাবে কোনটি যাবে না’ মন্তব্য করে রিজভী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে গণমাধ্যম ও জনগণের মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই।

বিএনপির এই নেতা বলেন, অনেক গণমাধ্যম সত্য প্রকাশ করতে চাওয়ায় তাদের বন্ধ করে দেয়া হয়েছে। তাদের বিভিন্ন মামলা দেয়া হয়েছে। অনেকেই কাগারারে আছেন। এটাই হচ্ছে একনায়কতন্ত্র স্বৈরাচারী শাসন।

তিনি আরও বলেন, অনেক গুণিজনকে মতপ্রকাশের কারণে দুঃখ-কষ্টের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। যে গণমাধ্যমগুলো সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করছে, তাদের অনেককেই বন্ধ করে দেয়া হয়েছে।
 
‘সাগর-রুনি হত্যাকাণ্ডে অবশ্যই বড় কেউ জড়িত আছে, তা না হলে এতদিন পরও কেন কাউকে ধরতে পারেনি,’ যোগ করেন রিজভী।


এডিএস/

আর্কাইভ