• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৬:৩৯ পিএম

শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আদালতে গ্রেফতার করেছেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি রফিকুল আলম । তিনি জানান, চাঁদকে হড়োগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরই রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ