• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক বলেছেন

শেখ হাসিনা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছেন

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০২:১৫ এএম

শেখ হাসিনা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছেন

ছবি: সংগৃহীত

রংপুর ব্যুরো

দ্বাদশ জাতীয় নির্বাচনে আবারও শেখ হাসিনা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছেন বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু।

বুধবার (২৪ মে) বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে এক পদযাত্রা সভায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান সামু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের আজ নাভিশ্বাস উঠেছে। এমন অবস্থা চলতে পারে না। দ্রুতই এর জবাব দেবে জনগণ।

খালেদা জিয়ার মুক্তির দাবি, গায়েবি মামলায় গ্রেফতার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবিতে রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে আয়োজিত পদযাত্রা দলীয় কার্যালয় থেকে শুরু করে শাপলা চত্বর ও ছালেক পাম্প প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এতে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ