• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

তারেক রহমানকে দেশে ফেরাতে এই সরকারের পতন ঘটাতে হবে: নজরুল

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০১:১৪ এএম

তারেক রহমানকে দেশে ফেরাতে এই সরকারের পতন ঘটাতে হবে: নজরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচারী সরকার থাকলে তারেক রহমান দেশে আসতে পারবেন না। তাই এ সরকারের পতন ঘটাতে হবে।

বুধবার (২৪ মে) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘যতদিন স্বৈরাচারী সরকার থাকবে, ততদিন তারেক রহমান আসতে পারবেন না। আমাদের ভাইকে ফিরিয়ে আনার জন্য এ সরকারের পতন ঘটাতে হবে। যেই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’


বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমাদের দেশে এখন অধিকার চোর, অর্থ চোর, ভোট চোর ভর করেছে।

তিনি বলেন, এখন যারা আওয়ামী লীগের পক্ষে আর্টিকেল লেখেন, তারা একুশে পদক পান। কেউ যদি বিদ্রোহী কবিতা লেখেন, ‘কারার ঐ লৌহ-কপাট...’, তবে তাদের অবস্থা খারাপ হয়ে যায়।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ