প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৮:৫৩ পিএম
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিলে মামলা হয়, কিন্তু বিএনপিকে ঠান্ডা মাথায় চিরতরে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকির বিরুদ্ধে মামলা কেন হয় না? জানতে চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৪ মে) নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে উৎকোচ দিয়ে নিয়ন্ত্রণ করে রেখেছে আওয়ামী লীগ, পুলিশ ছাড়া বিএনপির সঙ্গে পেরে উঠতে ভয় পায়, তাই পুলিশের ছত্রছায়ায় হামলা-মামলা করে যাচ্ছে। হামলা-মামলা হলেও জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না, দুর্নীতি করতে ক্ষমতা আঁকড়ে রাখতে চাওয়া আওয়ামী লীগকে সবাই মিলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’
বিএনপি নেতা চাঁদের বক্তব্য রাজনৈতিক রেটরিক দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘এটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি শুরু করেছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিলে মামলা হয়, কিন্তু বিএনপিকে ঠান্ডা মাথায় চিরতরে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকির বিরুদ্ধে মামলা কেন হয় না?’
ওবায়দুল কাদেরের নির্দেশের পর থেকেই এ ঘটনা শুরু হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘আমরা ঠেকানোর আন্দোলন দেইনি, কিন্তু আওয়ামী লীগ ঠেকানো শুরু করেছে, পুলিশ নিজে প্ল্যাকার্ড দিয়ে বিএনপির পোস্টার পোড়াচ্ছে।’ পুলিশের মধ্যে অতি বাড়াবাড়ি যারা করবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এডিএস/