• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়: ওবায়দুল কাদের

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৮:১১ পিএম

দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়: ওবায়দুল কাদের

আন্তর্জাতিক ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মনে করেন আওয়ামী লীগের নামে নালিশ করলেই বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) মনে করছেন, পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে বসাতে পারবে। তিনি পশ্চিমাদের কাছে নালিশের পর নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন। কারণ, তাদের ধারণা বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু এটা ভুল; বোকার স্বর্গে বাস করার শামিল।’

মঙ্গলবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও মুক্তিযোদ্ধা ফারুকের কফিনে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে ‘সরকার ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের ওপর ক্ষুব্ধ’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘ক্ষমতায় বসানোর মালিক বাংলাদেশের জনগণ, বিদেশিরা না। শেখ হাসিনা কখনো দেশের জনগণকে বাদ দিয়ে বিদেশিদের কাছে ধরনা দেননি, দিবেনও না। দেশের মানুষ আওয়ামী লীগকে চায়, তারাই জানে কীভাবে আবারও স্বাধীনতার স্বপক্ষের এ শক্তিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’


এ সময় সদ্য প্রয়াত চিত্রনায়ক ফারুকের স্মৃতি মনে করতেই আবেগাপ্লুত হয়ে পড়েন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শিল্পীরা সাধারণত বিভিন্ন দলকে সমর্থন করে। কিন্তু ফারুক শুধু সমর্থন করেই ক্ষান্ত থাকেননি; তিনি সত্যিকার অর্থে নায়ক ছিলেন। আবার ছিলেন মাঠের সক্রিয় রাজনৈতিক কর্মী। তিনি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে গেছেন।’

রাজনৈতিক বিশ্বাস, আচরণ, কর্মকাণ্ড থেকে তিনি (ফারুক) এক চুলও বিচ্যুত হননি দাবি করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তিনি সারা জীবন কাজ করে গেছেন। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন। তার কাছে আমরা অনেক কিছু শিখেছি, আরও শেখার ছিল। তিনি চলে যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে।’


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ