• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরে কোনো অর্জন নেই : মির্জা ফখরুল

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০১:১৪ এএম

প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরে কোনো অর্জন নেই : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিদেশীয় সফরে কোনো অর্জন নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের সফর নিয়ে তিনি (শেখ হাসিনা) জাতিকে একটি ধারণা দিতে চান যে, সফরটি সফল হয়েছে। কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ত্রিদেশীয় এই সফরের ফল প্রায় শূন্য।

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৫ মে) বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে ‘কর্মসূচি প্রণয়নে বৈঠক’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘জাপানের সঙ্গে কিছু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সফরের এ বিষয়টি আগেই ঠিক হয়ে ছিল, সেটাই হয়েছে। আর যুক্তরাষ্ট্রে তিনি (শেখ হাসিনা) গিয়েছিলেন মূলত বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের যে সম্পর্ক, সে উপলক্ষে একটি সেমিনারে বক্তব্য রাখতে। সেখানে তার কী অর্জন, তা আপনারাই বিবেচনা করবেন।’

জাপান ও যুক্তরাষ্ট্রের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে তিনি গিয়েছিলেন দেশটির নতুন রাজার অভিষেক অনুষ্ঠানে। সরকারপ্রধান হিসেবে স্বাভাবিকভাবেই সেখানকার নতুন প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে তার (শেখ হাসনিা) দেখা হয়েছে। এখানে বিশেষ কোনো অর্জন হয়েছে বলে আমাদের জানা নেই।’

দেশে রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন না বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। বলেন, ‘আমদানি করতে না পারার কারণেই নিত্যপণ্যের দাম এত বেড়ে গেছে। এটা আরও বাড়বে যখন পদ্মাসেতুসহ অন্যান্য প্রকল্পের জন্য নেয়া ঋণের টাকা পরিশোধ করতে হবে।’ 

‘বর্তমানে বাংলাদেশ একটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। রিজার্ভের পরিমাণ এতই নেমে এসেছে যে, মারাত্মক একটা সংকট সৃষ্টি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র,’ যোগ করেন তিনি।   

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ