• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

প্রকাশিত: মে ১৪, ২০২৩, ১২:১৫ এএম

নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা’ দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুরে এ কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা’ দাবি আদায়ে আগামী ১৯ মে শুক্রবার ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে প্রতিবাদ সমাবেশ। ২০ মে শনিবার ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা উত্তরসহ ২০ জেলা ও মহানগর, ২৭ মে ঢাকা দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে দলটি।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ