• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মধ্যাহ্নভোজে বিএনপি নেতারা

প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৩:৫৪ এএম

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মধ্যাহ্নভোজে বিএনপি নেতারা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিএনপির তিন নেতা।

সোমবার (৮ মে) দুপুরে রাজধানীর গুলশানে আবাসিক সমন্বয়কের বাসভবনে বিএনপি মহাসচিবসহ তিন নেতা যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ মধ্যাহ্নভোজে অংশ নেন বলে জানা গেছে।

তবে ভোজ শেষে বের হয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

পরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত রক্ষায় মহাসচিবসহ তিন জন সেখানে যান।

এরআগে, ১৬ মার্চ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার আমন্ত্রণে তার বাসভবনে নৈশভোজে অংশ নেন।

এছাড়া ১২ মার্চ আন্দোলন ও নির্বাচন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করে। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ