• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গণ অধিকার পরিষদ যে কারণে গণতন্ত্র মঞ্চ ছাড়ল

প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৩:২১ এএম

গণ অধিকার পরিষদ যে কারণে গণতন্ত্র মঞ্চ ছাড়ল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতন্ত্র মঞ্চ আন্দোলনের জন্য সঠিক প্ল্যাটফর্ম ছিল না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। এ কারণে মঞ্চ থেকে তারা সরে এসেছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৮ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

রেজা কিবরিয়া বলেন, ‘আপনারা খেয়াল করেছেন, আমরা গণতন্ত্র মঞ্চ থেকে সরে এসেছি। আমাদের মনে হয়েছে, সেটি আমাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম ছিল না। তবে দেশের মানুষের ভোটাধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’

প্রবাসীরা দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জানিয়ে তিনি আরও বলেন, আমাদের অনেক সংকটের মধ্যেও সোনার মানুষ আছে। তারা বিদেশে থেকে দেশের জন্য যা করছে, তার তুলনা হয় না।
 

পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, আমরা একটি জোট থেকে বেরিয়ে এসেছি। এ বিষয়ে আমরা জানিয়েছি। তবে আমরা বলতে চাই বাংলাদেশকে রক্ষায় সর্বাত্মক শক্তি ও সহযোগিতা নিয়ে রাজপথে থাকব।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম অভিযোগ করে বলেন, ‘প্রবাসীদের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

এরআগে, রোববার গণতন্ত্র মঞ্চের বৈঠকে আকস্মিকভাবে হাজির হয়ে জোট ছাড়ার সিদ্ধান্ত জানান পরিষদের সদস্যসচিব নুরুল হক। মঞ্চ গঠনের ৯ মাসের মধ্যে তারা জোট থেকে বেরিয়ে এলো।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ