• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দাবি আদায়ে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব

প্রকাশিত: মে ৮, ২০২৩, ০১:৫৬ এএম

দাবি আদায়ে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৭ মে) সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব।

এর আগে সকাল থেকে উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জেলা সদরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জড়ো হন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচন নয়।

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন প্রমাণ করবে দেশে গণতন্ত্র থাকবে কি না। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার দিতে আওয়ামী লীগকে বাধ্য করা হবে।

এ সময় পুলিশি তল্লাশি ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন একতরফা করতেই মাঠ ফাঁকা করার কৌশল হিসেবে বিএনপির নেতাকর্মীদের বাসায় তল্লাশি ও গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। গায়েবি মামলা দেয়া হচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলনের গণজোয়ার আটকাতে পারবে না সরকার।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ