• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করছে সরকার: ফখরুল

প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৭:৪৫ পিএম

বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার তিলে তিলে বিএনপিকে শেষ করে দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (০৭ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, দেশের অর্থ অপচয় করে ক্ষমতায় যেতে সরকার ধরনা দিচ্ছে।

আওয়ামী লীগের কোনো কৌশল বিএনপির কৌশলের কাছে কাজ করে না উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার ২০২৩ সালের নির্বাচন নিয়ে কৌশল করতে চাইলেও বিএনপি তা করতে দেবে না। সংসদ থেকে ভোট করবে এ আশা মিথ্যা।’

 
দলের মধ্যে দ্বন্দ্ব ভুলে গণতন্ত্র ফেরাতে ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনে নামতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি অভিযোগ করে বলেন, দেশে সংকট সৃষ্টি করেছে আওয়ামী লীগ এবং তার সমাধানও তাদেরেই করতে হবে।


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ