• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তৃণমূল বিএনপির চেয়ারম্যান হচ্ছেন সেলিমা হুদা

প্রকাশিত: মে ৬, ২০২৩, ১১:০৬ পিএম

তৃণমূল বিএনপির চেয়ারম্যান হচ্ছেন সেলিমা হুদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন প্রয়াত নাজমুল হুদার বড় মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা।

শনিবার (০৬ মে) সংবাদ সম্মেলনে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন সিনিয়র আইনজীবী ও তৃণমূল বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট সিগমা হুদা।

এ সময় দলের মহাসচিব মেজর ডা. শেখ হাবিবুর রহমান ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।
নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কাছাকাছি আদর্শের জোট ডাকলে তাতে তৃণমূল বিএনপি সাড়া দেবে। তৃণমূল বিএনপি তিনশো আসনে নির্বাচন করতে চায়।

 
অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা তার বাবার অসমাপ্ত কাজ ও তার স্বপ্ন পূরণে কাজ করার জন্য দেশবাসীর সহায়তা চেয়ে বলেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূল বিএনপি।
গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি। এর তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি মারা যান তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তারপর থেকেই পদটি ফাঁকা ছিল।


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ