• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ক্ষমতায় গেলে যা করবে জাতীয় পার্টি, জানালেন মহাসচিব চুন্নু

প্রকাশিত: মে ৬, ২০২৩, ১০:২৬ পিএম

ক্ষমতায় গেলে যা করবে জাতীয় পার্টি, জানালেন মহাসচিব চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হওয়ার জন্য নয় বা কারও বি টিম হওয়ার জন্য কাজ করে না দল। দেশ ও জনগণের জন্য কাজ করছে জাতীয় পার্টি এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (০৬ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, দেশে যারা গণতন্ত্র নিয়ে বড় কথা বলেন; তারা নির্বাচনে জনগণের ভোটের অনীহার অবস্থা সৃষ্টি করেছে। সেই সঙ্গে কারও ক্ষমতার সিঁড়ি হওয়ার জন্য নয়। দেশ ও জনগণের জন্য কাজ করছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ- বিএনপির ইতিহাস একই। ক্ষমতায় থাকলে সংবিধানের কথা বলে নির্বাচন ব্যবস্থাকে নিজেদের মতো করে সাজিয়ে শাসন করে তারা।


সেই সঙ্গে তিনি আরও উল্লেখ করেন জাতীয় পার্টি কারও বি টিম হওয়ার জন্য কাজ করে না। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের জন্য কাজ করে যাবে।


এডিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ