প্রকাশিত: মে ৪, ২০২৩, ১০:২৬ পিএম
মিথ্যা বলার পুরস্কার থাকলে তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেতেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৪ মে) অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন ও মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতারাই দেশের অগ্নিসন্ত্রাসের ও পেট্রোলবোমার হামলার নির্দেশদাতা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, পেট্রোল বোমা কারা নিক্ষেপ করেছে, সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং প্রমাণিত। পেট্রোল বোমা হামলার নির্দেশ লন্ডন থেকে এসেছে; বিএনপির শীর্ষ নেতারা দিয়েছেন।
হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নানা কথা বলেন। তাকে অনেকেই বলেন মিথ্যা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। মিথ্যা বলায় যদি কোনো পুরস্কার থকত, তবে নিঃসন্দেহে তাকে কেউ টপকাতে পারত না। আর পেট্রোল বোমার নির্দেশদাতাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব। দলের মহাসচিব হিসেবে তিনি সেটার দায় এড়াতে পারেন না। সেটির অপরাধে তিনি অপরাধী। বিচার হলে সবারই হতে হবে।
এডিএস/